
চকরিয়া কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বিকেল ৩টায় চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।
সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে আজ দুপুর থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেন এবং প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ বলেন, “আমি চকরিয়া-পেকুয়া এলাকার মানুষের অধিকার রক্ষা এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এই নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের ভালোবাসা ও নিঃস্বার্থ সমর্থনই আমার পথচলার মূল শক্তি।”
উল্লেখ্য, রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের রাজনীতিতে তাঁর বলিষ্ঠ প্রভাব রয়েছে।
মনোনয়নপত্র জমা শেষে তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি আগামী নির্বাচন যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss