প্রেস বিজ্ঞপ্তি :
নোয়াখালীর সেনবাগ উপজেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘ফাদারস এইড বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫-এর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার ঐতিহ্যবাহী সেনবাগ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয়।
উপজেলার ছব্বিশটি মাদ্রাসা থেকে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হওয়া ২৮২ জন মেধাবী ছাত্র-ছাত্রী এই সমাপনী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট, সহ-সুপার, অধ্যাপক, সাংবাদিক, রাজনীতিবিদ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা বিকাশে ফাদারস এইড বাংলাদেশের এই অনন্য উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
আয়োজক সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে উপজেলার ২৬টি কেন্দ্রে একযোগে এই প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রায় ১২০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ২৮২ জনকে ফাইনাল রাউন্ড বা সমাপনী পর্বের জন্য নির্বাচিত করা হয়। আয়োজনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফাদারস এইড-এর পরিচালক এ এইচ এম মহিউদ্দিন। তিনি বলেন, “বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক, সাংবাদিক ও সমাজসেবকদের আন্তরিক সহযোগিতায় আমরা এই চ্যালেঞ্জিং আয়োজনটি সম্পন্ন করতে পেরেছি। আমরা বিশ্বাস করি, এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল ও ইসলামিক জ্ঞান অর্জনে উৎসাহিত করবে।”
তিনি আরও জানান, সমাপনী পর্বের উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে খুব শীঘ্রই ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সেরা দশজনসহ অন্যান্য বৃত্তিপ্রাপ্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss