
এরই অংশ হিসেবে, ১০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকা থেকে ওসি মোহাম্মদ মনির হোসেন সংশ্লিষ্ট বিট অফিসারদের সাথে নিয়ে বদরখালী ইউনিয়ন ও ঢেমুশিয়া ইউনিয়নের মোট ১২টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে, ওসি বদরখালী ইউনিয়নের ৯টি এবং ঢেমুশিয়া ইউনিয়নের ৩টি মোট ১২টি কেন্দ্রের পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিশেষ করে ভোটকেন্দ্রগুলোর সঠিক গুগল লোকেশন যাচাই, আশপাশের পরিবেশ ও অবকাঠামো এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়গুলো খুঁটিয়ে দেখা হয়। নির্বিঘ্ন নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।
এ বিষয়ে চকরিয়া থানার নবাগত ওসি মোহাম্মদ মনির হোসেন টেলিফোনে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখা চকরিয়া থানা পুলিশের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, "আমরা নিশ্চিত করতে চাই যে সাধারণ ভোটাররা কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। কেউ যাতে নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, তার জন্য পুলিশি কার্যক্রম এবং তৎপরতা পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে।"
ওসি আরও দৃঢ়তার সাথে বলেন যে দ্রুততম সময়ের মধ্যে চকরিয়া উপজেলার সব ইউনিয়নের ভোটকেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সাথে, নির্বাচন পূর্ববর্তী সময়ে এলাকাগুলোতে নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss