
চকরিয়া, সাতকানিয়া, কেরানিহাট ও লোহাগড়ার মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে সম্প্রতি সড়ক অবরোধ করে স্থানীয়দের আন্দোলনের (৩০ নভেম্বর) কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ জনগণের দাবির প্রতি সমর্থন জানান। তিনি একই সাথে চকরিয়া-পেকুয়া অঞ্চলে ব্যাপক উন্নয়নেরও প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে সালাহউদ্দিন আহমেদ বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, গত ১৬ বছর দেশে গণতন্ত্র অনুপস্থিত ছিল, যা এবার ফিরে এসেছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার হরণের অভিযোগ আনেন।
তিনি আরও কঠোর মন্তব্য করে বলেন, "শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় কখনো বিশ্বাসী ছিলেন না।" তবে তিনি দাবি করেন, দেশের ছাত্র-জনতা একদলীয় শাসন প্রতিষ্ঠা হতে দেয়নি।
সালাহউদ্দিন আহমেদ দৃঢ়তার সাথে ঘোষণা করেন, এবারের নির্বাচনে বিএনপির ইশতেহার হবে 'এদেশের মানুষের মুক্তির সনদ'। তিনি বিশ্বাস করেন, জনগণ এখন নিজেদের অধিকার সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন। তিনি প্রত্যাশা করেন, এই নির্বাচন বিশ্বের কাছে স্বীকৃত একটি সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন হবে।
বিএনপির এই নেতা নির্বাচনী প্রচারণায় কর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার জন্য এবং নেতা দেশনায়ক তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
শনিবার চকরিয়া উপজেলার লক্ষ্যারচর, কাকারা, ফাঁসিয়াখালী, কৈয়ারবিল, ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ শেষে রবিবার সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss