
আগামী ৭ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মানিকপুর সফরকে কেন্দ্র করে চকরিয়া উপজেলা বিএনপিতে সৃষ্টি হয়েছে ব্যাপক উদ্দীপনা। এই গুরুত্বপূর্ণ সফরকে সফল করতে এবং স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও সুসংগঠিত করতে মানিকপুর সাংগঠনিক ইউনিয়ন বিএনপি এক বিশেষ প্রস্তুতি সভা সম্পন্ন করেছে।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকপুর সাংগঠনিক ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক।
সভায় আলহাজ্ব এনামুল হক সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সফরকে ঘিরে শৃঙ্খলা, সর্বোচ্চ উপস্থিতি এবং দায়িত্ব বণ্টনের বিষয়টি স্পষ্ট রাখার ওপর জোর দেন। তিনি মন্তব্য করেন, "রাজনৈতিক কর্মসূচি শুধু আয়োজন করলেই হয় না, উদ্দেশ্য পরিষ্কার থাকলে তবেই সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়।"
উপজেলা সভাপতি মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, "সামনে যে রাজনৈতিক সময় আসছে, সেখানে মাঠের কর্মীদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ।" তিনি প্রচার, নিরাপত্তা, অভ্যর্থনা এবং যোগাযোগ–সব ক্ষেত্রেই সমন্বিতভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সভায় ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সালাউদ্দিন আহমেদ -এর সফরকে সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, এই সফরকে কেন্দ্র করে মানিকপুরে এক 'উজ্জীবন' তৈরি হয়েছে, এবং পুরো ইউনিয়ন নেতৃত্ব সম্মিলিতভাবে অনুষ্ঠানটি সফল করতে প্রস্তুত। এই প্রস্তুতি সভা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এক নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss