
দীর্ঘ ১৪ বছর পর নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে গণসংযোগে ফিরছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চকরিয়া-পেকুয়ার সর্বস্তরের জনসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেবেন তিনি।
কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক জানান, জাতীয় পর্যায়ে সাংগঠনিক ব্যস্ততার কারণে নেতার নিজ এলাকায় আসা হয়নি বহু বছর। তবে দলের মনোনয়ন পাওয়ার পর এটি তার প্রথম নির্বাচনকেন্দ্রিক সফর।
জানা গেছে, সালাহউদ্দিন আহমেদ রবিবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছাবেন। সকাল ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর তিনি খুটাখালী, মালুমঘাট ও ডুলাহাজারা ইউনিয়নে গণসংযোগে অংশ নেবেন।
এ ছাড়া বিকাল ৩টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।
সালাহউদ্দিন আহমেদের একান্ত সচিব মো. ছফওয়ানুল করিম বলেন, “এটি পুরোপুরি নির্বাচনকেন্দ্রিক সফর। তিনি প্রায় এক সপ্তাহ নিজ এলাকায় অবস্থান করবেন এবং পর্যায়ক্রমে চকরিয়া-পেকুয়ার প্রতিটি ওয়ার্ডে গিয়ে মানুষের সাথে মতবিনিময় করবেন।”
নেতার আগমনকে কেন্দ্র করে চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক ও সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া) খুটাখালী-ডুলাহাজারা এলাকায় সমন্বয় বৈঠক, প্রস্তুতি ও রুট নির্ধারণসহ সব আয়োজন সম্পন্ন করেছেন বলে জানা গেছে।
অন্যদিকে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ ও সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগকে সফল করতে প্রস্তুতি শেষ করেছেন।
পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন,
“প্রায় ১৪ বছর পর নিজের গ্রামে ফিরে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ করছেন সালাহউদ্দিন আহমেদ। এটি আমাদের নেতা-কর্মীদের জন্য বড় অনুপ্রেরণা। আমরা চাই, প্রতিটি ওয়ার্ডে তার গণসংযোগ সফল হোক।”
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা—এই সফর চকরিয়া-পেকুয়ার রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে এবং বিএনপির মাঠের কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। ইতোমধ্যে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে; সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতার আগমনের জন্য।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss