
মোহাম্মদ আলমগীর হোসেন (রানা)
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে চকরিয়া উপজেলা শ্রমিকদলের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১লা ডিসেম্বর) আছরের নামাজের পর চকরিয়া বায়তুশ শরফ জামে মসজিদের দ্বিতীয় তলায় এই মোনাজাত ও দোয়া মাহফিল আয়োজিত হয়। মাহফিলে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘ জীবন প্রার্থনা করে নেতাকর্মীরা দু'হাত তুলে ফরিয়াদ জানান।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু, চকরিয়া পৌরসভা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাষ্টার মোঃ আলমগীর হোসেন রানা। এছাড়াও চকরিয়া উপজেলা শ্রমিকদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং চকরিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss