
প্রেস বিজ্ঞপ্তি
চট্টগ্রাম-০৬ (রাউজান) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন প্রত্যাশী মো: জাহেদুল করিম বাপ্পী রাউজানের রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষের কাছ থেকে বাধা ও অপপ্রচারের আশঙ্কা সত্ত্বেও তাঁর উন্নয়ন ও ইতিবাচক রাজনীতির যাত্রা চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
মো: জাহেদুল করিম বাপ্পী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রাউজানের মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি চালু এবং সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়েই তিনি এনসিপি'র ব্যানারে মাঠে নেমেছেন। তিনি স্বীকার করেন, পরিবর্তনবিরোধীরা তাঁর পথ সহজ করতে দেবে না।
তাঁর বিবৃতিতে বাপ্পী উল্লেখ করেন, শুরু থেকেই তিনি “পরিকল্পিতভাবে বিভ্রান্তি তৈরি, গুজব ছড়ানো এবং ভিন্নমতকে দমন করার অপচেষ্টার” মতো ছোটখাটো বাধার সম্মুখীন হয়েছেন। তবে তিনি আশাবাদী, আল্লাহর কৃপা ও জনগণের সমর্থনের ওপর ভর করে তিনি এসব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন।
আগামী দিনগুলোতে রাজনৈতিক প্রতিপক্ষরা আরও সক্রিয় হয়ে মিথ্যা প্রপাগান্ডা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তাদের মূল উদ্দেশ্য হলো এনসিপি’র অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া।
এই পরিস্থিতিতে বাপ্পী তাঁর শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও কর্মীদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি অনুরোধ করেন, তারা যেন কোনো গুজব, অপপ্রচার বা ষড়যন্ত্রে মনোবল না হারান এবং কোনো প্রকার ফাঁদে পা না দেন। তিনি বলেন, “সত্যের পথে থাকুন, শৃঙ্খলার সঙ্গে থাকুন, এবং রাউজানের উন্নয়ন–ইচ্ছার পক্ষে ঐক্যবদ্ধ থাকুন।”
তাঁর চূড়ান্ত লক্ষ্য হলো, রাউজানকে একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক, আধুনিক ও নাগরিকবান্ধব এলাকায় রূপান্তর করা। তিনি মনে করেন, চিন্তা-চেতনার এই পরিবর্তন ও রাজনীতির নতুন ধারাই তাঁর প্রধান শক্তি, এবং জনগণই তাঁর মূল ভরসা।
বার্তা প্রেরক: মো: আরমান হোসাইন সদস্য, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয় কমিটি।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss