
মুজিব উল্লাহ তুষার
"মাটি বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান" এই স্লোগানে ২৯ নভেম্বর ২৫ইং শনিবার দিনব্যাপী চট্টগ্রামে লুমিনাস গ্রুপের কৃষি সেমিনার ও ডিলার লিডার সমাবেশ জেলা ডিলার আজাদ হোসেনের সভাপতিত্বে ও চট্টগ্রাম ডিভিশনাল ট্রেইনার কৃষিবিদ মো মুজিব উল্ল্যাহ্ তুষারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট শরমিন ইসলাম ডেইজি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক অর্থ লায়ন জাফর উল্লাহ পাটোয়ারী,পরিচালক বিপণন আশিক মাহমুদ, পরিচালক প্রশিক্ষণ ও উন্নয়ন সারওয়ার হোসেন, প্রমুখ।
লুমিনাস গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শরমিন ইসলাম ডেইজি তার বক্তব্যে বলেন, "আমাদের কৃষক ভাইয়েরা সবচেয়ে অবহেলিত। যে কারণেই হোক, কৃষি সম্পর্কে তাদের জ্ঞান কম, তাই আমরা তাদের যেভাবে ব্যবহার করি তারা সেই ভাবে ব্যবহার হয়। পাঁচ বছর আগে আমরা স্বপ্ন দেখছিলাম। বাংলাদেশে আমাদের নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে। এই নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে লুমিনাস গ্রুপের যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, "আজ কৃষক ভাইদের আওয়াজ তুলতে হবে। আমরা কৃষিতে ভেজাল ও বিষক্রিয়া সৃষ্টিকারী কোম্পানিগুলিকে বয়কট করি। প্রথমত, আমরা একটি নিরাপদ অর্থনীতি চাই। আমরা নিরাপদ খাদ্য চাই। আমরা নিরাপদ স্বাস্থ্য চাই। আমরা নিরাপদ জীবন চাই। এই তিনটির সাথে পুরো সমাজ জড়িত। প্রথমত, আমাদের প্রতিভা বিকশিত হচ্ছে। আমরা যদি এক জায়গায় সংশোধন করতে পারি। আমরা বিপ্লব আনতে পারি, তাহলে আমরা সত্যিকার অর্থে সুন্দর হব। আজ, আমরা, লুমিনাস গ্রুপ, প্রতিশ্রুতিশীল। এবং আপনাকেও প্রতিশ্রুতি দিতে হবে যে আমরা বাংলাদেশে ভেজাল পণ্য ব্যবহার করব না।" আমরা ভেজালমুক্ত খাবার খাবো না।
লুমিনাস গ্রুপের পরিচালক অর্থ লায়ন জাফর উল্ল্যাহ্ পাটোয়ারী বলেন, "আমরা বিশ্বাস করি যে লুমিনাস গ্রুপ বাংলাদেশের সেরা গ্রুপগুলির মধ্যে একটি হয়ে উঠবে।" কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড। দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিক্ষেত্রের আধুনিকীকরণ এখন সময়ের দাবি। জনগণের পুষ্টি ও জনস্বাস্থ্য উন্নত করার জন্য কৃষি উন্নয়ন এবং টেকসই কৃষি ব্যবস্থা বিপ্লবে কোনও বিকল্প নেই।
সেমিনারে লুমিনাস গ্রুপ বাজারে নতুন কৃষি পণ্য চালু, পণ্যের গুণমান এবং কার্যকারিতা তুলে ধরেন। কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে এবং টেকসই কৃষি ব্যবস্থা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষিকে ভালোবাসুন, কৃষকদের পাশে থাকুন। লুমিনাসের সাথে থাকুন এবং একটি সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলুন।"
কৃষি সেমিনার পরিচালনা করেন পরিচালক ট্রেনিং ও উন্নয়ন সারওয়ার হোসেন।এতে শতাধিক ডিলার ও লিডার উপস্থিত ছিলেন।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss