
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া প্রার্থনা
দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সাবেক এই প্রধানমন্ত্রীর সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি সরাসরি প্রশাসনিক নির্দেশ জারি করেছেন এবং একইসঙ্গে জাতির কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, প্রফেসর ইউনূস নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন। স্বাস্থ্য ও সংশ্লিষ্ট বিভাগের প্রতি তাঁর সুস্পষ্ট নির্দেশ, বেগম জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে এবং প্রয়োজনীয় সকল চিকিৎসা সহায়তা যেন সার্বক্ষণিক প্রস্তুত থাকে।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।” এই বক্তব্যের মাধ্যমে সরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় গুরুত্ব দিচ্ছে বলে ইঙ্গিত দেওয়া হয়।
রাজনৈতিক গুরুত্ব প্রসঙ্গে প্রধান উপদেষ্টা মন্তব্য করেন, “গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এই বিষয়ে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার কঠোর নির্দেশ প্রদান করেন। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর আশু ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনায় প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে প্রার্থনা করার আহ্বানও জানিয়েছেন।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss