
ছাত্রনেতা শহিদ ফয়সাল নয়ন তারেক জিয়া ঐক্যফ্রন্ট কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি নির্বাচিত
বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া ঐক্যফ্রন্ট কক্সবাজার জেলা কমিটির নতুন ঘোষিত তালিকায় চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শহিদ ফয়সাল নয়নকে জেলা কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে সংগঠনের বিভিন্ন পর্যায়ে সফলতার সাথে দায়িত্ব পালন এবং ছাত্ররাজনীতিতে তাঁর উজ্জ্বল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়। নতুন দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।
সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শহিদ ফয়সাল নয়ন সংগঠনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “দলের জন্য ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে চাই এবং সংগঠনকে শক্তিশালী করতে সর্বোচ্চ ভূমিকা রাখবো।”
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, ফয়সাল নয়নের মতো একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ নেতার নতুন কমিটিতে অন্তর্ভুক্তি কক্সবাজার জেলায় সংগঠনের কার্যক্রমে নতুন গতি এবং উদ্দীপনা আনবে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss