
মোস্তফা কামাল
কক্সবাজারে একটি আলোচিত ইয়াবা পাচার মামলায় পাঁচ আসামির মধ্যে দুজনকে মৃত্যুদণ্ড এবং আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর একজন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই আসামীরা হলেন: ১. নূর মোস্তফা (উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে) ২. সোনা মিয়া (কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার মৃত নজির আহমদের ছেলে)
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীরা হলেন: ১. আবদুল গফুর (উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুইল্যা মিয়ার ছেলে) ২. মো. আইয়ুব প্রকাশ তৈয়ব (মৃত মোহাম্মদ আলমের ছেলে)
একই মামলার আসামী রামু উপজেলার রাজারকুল এলাকার মোঃ ইসলামের ছেলে আবদুর রহমানকে আদালত খালাস প্রদান করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী, পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম মামলার বিবরণ তুলে ধরে জানান, ২০২০ সালের ২ মার্চ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বড়সড় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা এবং পাচারে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ মোট ৫ জনকে আটক করা হয়।
এই ঘটনায় ডিবির তৎকালীন পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের পর পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে, একই বছরের সেপ্টেম্বর মাসে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে মামলার কার্যক্রম চলাকালীন আসামিরা জামিনে মুক্ত হন এবং বর্তমানে তারা পলাতক রয়েছেন বলে পিপি সিরাজুল ইসলাম নিশ্চিত করেছেন।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss