
মহেশখালী ( কক্সবাজার) সংবাদদাতা
গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া বাজারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গণতন্ত্র পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইসহাক।
সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি সব্বির আহম্মদ সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বেলাল মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম বি.কম , কক্সবাজার জেলা গণতন্ত্র পরিষদের সহ-সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মহেশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম বি,এ চকরিয়া উপজেলা গনতন্ত্র পরিষদের আহবাক কাজী ফারুক , সদস্য সচিব আঃ রশিদ, মহেশখালী উপজেলা যুবদলের সদস্য আসাদ উল্লাহ হেলালি সহ আরও অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা গণতন্ত্র পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক জিসমান করিম।
সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে নবগঠিত কমিটির দিকনির্দেশনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও উপস্থাপন করা হয়।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss