
বান্দরবানের লামায় অবৈধ ইটভাটা নির্মাণ ও পাহাড় কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বাধা সৃষ্টি করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একই মামলায় আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
১৭ নভেম্বর (সোমবার) পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন লামা থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অবৈধ পাহাড় কাটাসহ পরিবেশ বিধিমালা লঙ্ঘন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একাধিক ধারায় মামলা গ্রহণ করা হয়।
মামলার এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—এবি ওয়াহিদ, মিজবাহ উদ্দিন মিন্টু, মো. মহিউদ্দিন, শওকত ওসমান, খাইয়ের উদ্দিন মাস্টার, মুজিবুল হক চৌধুরী, মিজান, জলিল, আলম মেম্বার এবং জহির।
বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম চৌধুরী জানান, অবৈধভাবে পাহাড় ধ্বংস ও ইটভাটা স্থাপনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানের সময় বাধা এবং উত্তেজনা তৈরি হওয়ায় আইনগত পদক্ষেপ নিতে হয়েছে।
প্রশাসন বলছে, পরিবেশ রক্ষা ও পাহাড়ি এলাকার ভারসাম্য বজায় রাখতে এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss