
অন্তর্বর্তীকালীন সরকারের জরুরি বিবৃতি: শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডাদেশের পর জনগণের প্রতি শান্তির আহ্বান
ঢাকা, নভেম্বর ১৭, ২০২৫: মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডাদেশকে ‘ঐতিহাসিক রায়’ হিসেবে অভিহিত করে একটি জরুরি বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে সরকার সারাদেশের সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে।
দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূস তার ফেসবুক ভেরিফাইড পেইজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে বলা হয়, জনগণের, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবেই গভীর আবেগ সৃষ্টি হতে পারে। সরকার এই আবেগকে সম্মান জানালেও, জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য দৃঢ়ভাবে সতর্ক করেছে।
রায়-পরবর্তী সময়ে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, উত্তেজনাপ্রসূত আচরণ, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সরকার সবাইকে বিশেষ অনুরোধ জানিয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার আরও স্পষ্ট করে জানিয়েছে যে, “যে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।” সরকার এই ঐতিহাসিক মুহূর্তে দেশের নাগরিক সমাজকে সর্বোচ্চ সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss