
ভ্রমণে নেটওয়ার্ক না থাকা বা মোবাইল ডাটা শেষ হয়ে যাওয়ায় অনেকেই বিপাকে পড়েন, বিশেষ করে অপরিচিত এলাকায় দিকনির্দেশনার প্রয়োজন হলে। তবে অনেক ব্যবহারকারীই জানেন না, গুগল ম্যাপ অফলাইনেও কাজ করে—শুধু আগে থেকে সংশ্লিষ্ট এলাকার মানচিত্র ডাউনলোড করে রাখতে হবে।
গুগলের এই জনপ্রিয় অ্যাপ এখন পুরো বিশ্বকে এনে দিয়েছে হাতের মুঠোয়। শহর–গ্রাম–দুর্গম যেখানেই যান না কেন, একবার ম্যাপ ডাউনলোড করে রাখলে ইন্টারনেট ছাড়াই পাওয়া যাবে নেভিগেশন, রুট, রাস্তার নাম, ফুয়েল স্টেশন, রেস্টুরেন্ট, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থানের তথ্য।
কীভাবে ব্যবহার করবেন অফলাইন গুগল ম্যাপ? অফলাইনে ম্যাপ ব্যবহার করতে যা করতে হবে—
*গুগল ম্যাপ অ্যাপ খুলে ডান পাশে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
*সেখানে Offline maps অপশন নির্বাচন করুন।
*এরপর Select your own map–এ গিয়ে যেই এলাকার মানচিত্র প্রয়োজন সেটি নির্বাচন করুন।
*শেষে Download বাটনে ট্যাপ করলেই ডাউনলোড শুরু হবে।
একবার ডাউনলোড করা হলে মোবাইল ডেটা বা ওয়াই–ফাই বন্ধ থাকলেও নির্দিষ্ট এলাকার রুট দেখা যাবে এবং নেভিগেশন ব্যবহার করা যাবে। এমনকি সার্চ বারের মাধ্যমে লোকেশনও খুঁজে পাওয়া যাবে।
যা অফলাইনে পাওয়া যাবে না
অফলাইন ম্যাপে রিয়েল–টাইম ট্রাফিক তথ্য, হাঁটা বা সাইকেল চলাচলের নির্দেশনা এবং বিকল্প রুট দেখায় না। তবে গাড়ি চলাচলের মূল রুট সহজেই ব্যবহার করা যায়।
ম্যাপের মেয়াদ ১৫ দিন
ডাউনলোড করা অফলাইন ম্যাপের একটি মেয়াদ থাকে। সাধারণত ১৫ দিনের মধ্যে এটি এক্সপায়ার হয়ে যায়। তবে ডিভাইস ওয়াই–ফাইতে যুক্ত থাকলে ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
অপরিচিত বা নেটওয়ার্কবিহীন এলাকায় যাত্রার আগে প্রয়োজনীয় স্থানগুলোর অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখলে যেকোনো পরিস্থিতিতেই দিকনির্দেশনা পেতে আর সমস্যা হবে না।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss