
কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা মাওঃ আজিজুল হক দীর্ঘদিন প্রবাসে পরিশ্রম করে দেশের জন্য মূল্যবান রেমিট্যান্স উপার্জন করছেন।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে এনসিপির কেন্দ্র ঘোষিত চকরিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাজ্জাদ হোসাইন প্রবাসী আজিজুলকে কল দেন। আজিজুল হক তার কর্ম ব্যস্ততায় সাজ্জাদ'এর কল রিসিভ করতে না পারায় কল দেওয়া ব্যাক্তির পরিচয় জানতে চেয়েছিলেন। সাজ্জাদ তার পরিচয় না দিয়ে উল্টো আজিজুল হক'কে ভয়েসে মারাত্মক গালিগালাজ করেন। এক পর্যায়ে পিঠের চামড়া তুলে নেয়ার হুমকিও দিয়ে বসেন সাজ্জাদ। অকথ্য গালিগালাজও করেন। এ-ই ব্যাপারে এনসিপি নেতা সাজ্জাদের মুঠোফোনে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় সম্ভব হয়নি। উপজেলার প্রধান সমন্বয়কারীর এহেন আচরণ এনসিপির গ্রহণযোগ্যতা ধুলায় মিশিয়ে দিচ্ছে। এনসিপির মর্যাদা রক্ষায় অবিলম্বে এমন চাঁদাবাজ বেয়াদবকে বহিষ্কার করা হোক।
হুমকি ও গালিগালাজের প্রমাণ ফেসবুক লিংক https://www.facebook.com/share/v/1GpyR3zV4x/ সংযুক্ত করা হল।
মাওঃ আজিজুল হক প্রবাসে থাকায় প্রশাসনের কাছে তার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss