
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধ করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে, সড়কটি দ্রুত ছয় লেনে (৬ লেন) উন্নীত করার দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। 'চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ আন্দোলন' এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করেছে চকরিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণ।
কর্মসূচির মূল লক্ষ্য: আয়োজকরা জানিয়েছেন, মহাসড়কটি বর্তমানে অপ্রশস্ত হওয়ায় এবং অতিরিক্ত যানবাহনের কারণে প্রায় প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যা বহু মানুষের প্রাণহানি ও মারাত্মক আহত হওয়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই মানবিক বিপর্যয় থেকে মুক্তি পেতে এবং একটি আধুনিক, নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে সড়কটি ছয় লেনে উন্নীত করা অপরিহার্য। এই মৌলিক দাবিটি সরকারের কাছে তুলে ধরতেই সর্বস্তরের মানুষ বিক্ষোভে নামবে।
বিক্ষোভের বিস্তারিত তথ্য:
আয়োজকরা চকরিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণকে এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নিজেদের ন্যায্য দাবিকে জোরালো করার আহ্বান জানিয়েছেন। তারা আশা করছেন, এই কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে এবং দ্রুত মহাসড়ক উন্নীতকরণের কাজ শুরু হবে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss