
১৫ নভেম্বর শনিবার সকাল ৯ঃ০০ ঘটিকায় এক জাঁকজমকপূর্ণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০২৬ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীদের পাঠদান কার্যক্রম আরও সুন্দর ও কার্যকরীভাবে পরিচালনার বিষয়ে পরামর্শ গ্রহণ ও প্রদানের লক্ষ্যেই এই সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা আব্বাস উদ্দিন। সিনিয়র শিক্ষক আলা উদ্দিন স্যারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করে সকলকে মুগ্ধ করেন সপ্তম শ্রেণীর ছাত্র হাফেজ মুহাম্মদ আনাচ। এরপর অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সিনিয়র সহকারী মাওলানা হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন চকরিয়া তাহজীবুল উম্মাহ দাখিল মাদরাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক বৃহত্তর চিরিংগা ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবুল হাসেম মহোদয়। তার মূল্যবান বক্তব্যে তিনি শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও অভিভাবক-শিক্ষক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথিবৃন্দ:
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া আনোয়ারুল উলুম কামিল এম. এ মাদরাসার ভারপ্রাপ্ত উপদেষ্টা ও সহকারী অধ্যাপক জনাব আ. ফ. ম. ইকবাল হাসান, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব সেলিম উল্লাহ (স্যার), মসজিদে নুরাইন বিনামারা চকরিয়ার খতিব হযরত মাওলানা জাফর আলম (হামিদী) সাহেব, এবং চকরিয়া সিনিয়র জর্জ কোটের বিশিষ্ট আইনজীবী জনাব এডভোকেট মিজবাহ উদ্দীন।
এছাড়াও সম্মানিত অভিভাবকগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব রায়হানুল হক রিপন, জনাব জাহেদুল ইসলাম এবং জনাব সেলিম উল্লাহ।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ:
ছাত্র-ছাত্রীদের পক্ষে থেকে আরবিতে বক্তব্য প্রদান করে অষ্টম শ্রেণির ছাত্র রবিউল হাসান, ইংরেজিতে বক্তব্য প্রদান করে অষ্টম শ্রেণির ছাত্রী মুনতাহা জান্নাত, এবং বাংলায় বক্তব্য প্রদান করে মুহাম্মদ হামিম। শিক্ষার্থীদের এমন সাবলীল ও বহুমাত্রিক উপস্থাপনা সকলের নজর কাড়ে।
উপস্থিত শিক্ষক ও শিক্ষিকাদের মধ্যে ছিলেন যথাক্রমে মোহাম্মদ কামাল উদ্দিন, জনাব হাফেজ মুবিনুল হক, আব্দুল মান্না, হ্যাপি জান্নাত, রোজিনা আকতার, আরজু বেগম, জন্নাতুল ফেরদৌস, এবং তাছলিমা জান্নাত।
অনুষ্ঠানে অসংখ্য অভিভাবক, অভিভাবিকা এবং ছাত্র-ছাত্রীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। সভায় আগামীর নতুন বছরের পাঠদান প্রক্রিয়া আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়। সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss