
চট্টগ্রাম ব্যুরো, ১৫ নভেম্বর ২০২৫:
চট্টগ্রাম নগরের চকবাজার-বাকলিয়া সরকারি স্কুল মাঠে খেলতে গিয়ে এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার চরম উদ্বেগে সময় পার করছে। নিখোঁজ হওয়া কিশোরের নাম আহনাফ জায়ান। বৃহস্পতিবার বিকেলে খেলতে বের হওয়ার পর থেকে আহনাফ আর বাসায় ফেরেনি বলে জানিয়েছে তার পরিবার।
পরিবারের সদস্যরা জানান, খেলার মাঠ থেকে আহনাফের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় প্রথমে তারা আশেপাশের এলাকা ও কিশোরের বন্ধুদের কাছে খোঁজ নিতে শুরু করেন। কিন্তু শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় পুরো পরিবার এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।
নিখোঁজ আহনাফ জায়ানের শারীরিক বিবরণ উল্লেখ করে পরিবার স্থানীয় প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা কামনা করেছে। নিখোঁজ হওয়ার সময় আহনাফের পরনে ছিল হালকা বেগুনি রঙের টি–শার্ট এবং জিন্স প্যান্ট। তার গড়ন মাঝারি।
শিশুটিকে দ্রুত খুঁজে পেতে গণমাধ্যমসহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন বলে জানিয়েছে উদ্বিগ্ন পরিবার।
যদি কোনো সহৃদয় ব্যক্তি আহনাফ জায়ানের সন্ধান পান বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে দ্রুত নিম্নলিখিত নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে:
যোগাযোগের জন্য: ০১৭২-৮৮৬৬১৬, ০১৮২৯-১৫৩৯৭৭
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss