
যশোরের উপশহর এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন ক্ষতিগ্রস্ত বাসের মালিক মনিরুল ইসলাম। এতে যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বিপুল ও সাবেক কাউন্সিলর শেখ জাহিদ হাসান মিলনসহ অজ্ঞাতনামা আরও ১৮ জনকে আসামি করা হয়েছে।
যশোরে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দায়েরকৃত মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান শাহিন জানান, ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোররাতে যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের কিছুক্ষণ পর হঠাৎ বাসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তারা চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসটির সিট, বডি ও ভেতরের যন্ত্রাংশ পুড়ে যায়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss