
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হবে বলে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা করেছিলাম, কিন্তু সেখানে সেই সংকটটা রয়েই গেলো।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান ও ঘোষিত আট দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় মগবাজার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, ড. ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অনেক মৌলিক কথা তুলে ধরেছেন। কিন্তু বিদ্যমান যে রাজনৈতিক সংকট, বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে নতুন রাষ্ট্র কাঠামোর জন্য যে সংস্কার প্রস্তাব, সেই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজনে গণভোট আয়োজনের যে গণদাবি, তারপর জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এত দিন যে আন্দোলন, সভা-সমাবেশে উপস্থাপন করা হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে।
তিনি বলেন, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে, আজকের জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে সেই সংকটের নিরসন হবে। জাতি সে আশায় অপেক্ষা করছিল। কিন্তু আমরা প্রধান উপদেষ্টার ভাষণে যে বিষয়গুলো পেলাম, তিনি জনগণের অভিপ্রায় অনুযায়ী, দীর্ঘ প্রায় ৯ মাস ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর যে সংস্কার নিয়ে আলোচনা চলছিল, তার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন-এর যে আদেশ সেটার ঘোষণা করেছেন, ইতোমধ্যে সেটার গেজেট প্রকাশ হয়েছে। গণভোট প্রসঙ্গে জনগণের অভিপ্রায় ও গণদাবি উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা তিনি দিয়েছেন। আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে খুবই স্পষ্ট করে জানাতে চাই, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণার ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss