
ফেনী ও টাঙ্গাইলে বাসে এবং নারায়ণগঞ্জে সিএনজিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এদিকে, গাজীপুরে মহাসড়কে আগুন জ্বালিয়ে মিছিল করেছে যুবলীগের কর্মীরা। নাশকতার চেষ্টাকালে ভবানীপুর থেকে পেট্রোল বোমার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়াও ফরিদপুরের ভাঙ্গা থেকে নাশকতার জন্য প্রস্তুতকৃত বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
সারাদেশে নাশকতার চেষ্টায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। এছাড়াও বাস-অটোরিকশায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
বুধবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসক। জানান, কারা অগ্নিসংযোগ করেছে তা খুঁজে বের করতে কাজ করছেন তারা।
আ.লীগের কর্মসূচি ঘিরে বেড়েছে নাশকতা, শহরজুড়ে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
এদিকে, রাত ১২ টার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইলের বাড়ৈখোলা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মহাসড়কের চালক ও যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করে। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা একটি সিএনজিতে অগ্নিসংযোগ করে। রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুই ব্যক্তি সিএনজিটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
এদিকে, গাজীপুরের সিএমবি বাজার এলাকায় রাত ১২ টার দিকে মহাসড়কে আগুন জ্বালিয়ে মিছিল করে যুবলীগ কর্মীরা। এর আগে রাত সাড়ে নয়টার দিকে গাজীপুরের ভবানীপুর থেকে নাশকতার প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন কর্মীকে আটক করে পুলিশ।
এছাড়াও, ফরিদপুরে নাশকতার জন্য প্রস্তুতকৃত বিপুল পরিমাণ বোমা, ককটেল ও গান পাউডারসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss