
কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার প্রাণকেন্দ্র চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কটি এখন ময়লার স্তুপে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এখানে নিয়মিতভাবে আবর্জনা ফেলা হলেও পৌর কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় দুর্গন্ধে নাক চেপে চলতে হচ্ছে পথচারী, দোকানি ও স্কুলগামী শিক্ষার্থীদের।
প্রতিদিন শত শত শিক্ষার্থী এই সড়ক দিয়েই স্কুলে আসে। সকাল থেকেই সড়কের পাশে ছড়ানো পচা আবর্জনা, প্লাস্টিক ও নোংরা বর্জ্য থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে শুধু পরিবেশ দূষণই নয়, স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। এমন অবস্থায় গরু-ছাগল ময়লার স্তূপে খাবার খোঁজে বেড়াচ্ছে, যা চিত্রটিকে আরও ভয়াবহ করে তুলেছে।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, “প্রতিদিন পৌরসভার গাড়ি এসে ময়লা নিয়ে যাওয়ার কথা, কিন্তু সপ্তাহেও কোনো পরিষ্কার-পরিচ্ছন্নতা হয় না। এতে ক্রেতারা দোকানে আসতে অনীহা দেখাচ্ছেন।”
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “মেয়েদের স্কুলের সামনে এমন নোংরা অবস্থা থাকা লজ্জার বিষয়। পৌরসভা যদি নিয়মিত ময়লা অপসারণ না করে, তাহলে ডেঙ্গু বা অন্যান্য রোগ ছড়িয়ে পড়তে পারে।”
পৌরসভার সংশ্লিষ্টদের দাবি, “কিছু এলাকাবাসী নির্দিষ্ট স্থানের বাইরে আবর্জনা ফেলছেন। তবে নিয়মিত পরিষ্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
এদিকে এলাকাবাসীর দাবি, অবিলম্বে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কটি পরিষ্কার করে স্থায়ীভাবে ময়লা ফেলার বিকল্প ব্যবস্থা করতে হবে। না হলে পৌরসভার এই কেন্দ্রস্থলটি আরও অস্বাস্থ্যকর হয়ে উঠবে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss