
চকরিয়ায় ১৪ ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) চকরিয়া থানার এসআই ফরিদ হোসেন হয়ে এ মামলাটি দায়ের করেন।
জানা যায়, গত ১০ নভেম্বর সকাল ১১টার দিকে আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচী সফল করতে চকরিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল বের করে। সাবেক এমপি জাফর আলম ও জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ছবি নিয়ে মিছিলটি পৌরসভার মগবাজার এলাকায় প্রদক্ষিণ করে। ২০-৩০মিনিট স্থায়ী হয় মিছিলটি। পরে মুহুর্তের মধ্যে সটকে পড়েন নেতাকর্মীরা। এরই মধ্যে মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এ ঘটনায় চকরিয়া থানার এসআই ফরিদ হোসেন বাদী হয়ে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছে। মামলায় আরও অজ্ঞানতনামা ২০জনকে আসামী করা হয়েছে।
আসামীরা হলেন, ছাত্রলীগ নেতা শওকতুল ইসলাম সুমন (২৮), ফয়সাল মোহাম্মদ সৌরভ (২৭), মোহাম্ম ছোটন এ বাইটা ছোটন (২৫), মোহাম্মদ আরিফ (২৪), মোহাম্মদ নোমান (২২), মোহাম্মদ ফাহিম (২০), মোহাম্মদ রিয়াদ (২১), ফরহাদুল ইসলাম খোকা (২১), মোহাম্মদ আরফাত (২২), নাঈমুল (২২), আলা উদ্দিন (২৭), তৈয়ব তাহের মিশকাত (২২), সৌরভ মাহাবি (৩৩) ও ইবনুল জাওয়ান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, গত ১০ নভেম্বর চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মগবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল বের করে। মিছিলটি করার পর পুলিশের আসার খবর পেয়ে সটকে পড়ে। এঘটনায় থানার এসআই ফরিদ হোসেন বাদী ১৪ জনের নাম উল্লেখ করে আরও ২০জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা দায়ের করেছে। তাদেরকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss