
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় সরকারি বনভূমি দখল করে গড়ে ওঠা ফরিদুল আলম ও মঈনউদ্দীনের ২টি অবৈধ বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে বনবিভাগ। এর আগে জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে এসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জাধীন খুটাখালী বনবিটের বিট কর্মকর্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। এ সময় খুটাখালী বনবিটের বনরক্ষীরা উপস্থিত ছিলেন।
বনবিট কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, “সংবাদ প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। নির্দেশনা পাওয়ার পর আজ অভিযান চালিয়ে বনভূমির ওপর নির্মিত অবৈধ বসতঘর উচ্ছেদ করা হয়েছে। সরকারি বনভূমি দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় পাহাড় কেটে ও গাছ কেটে ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছিল। বনকর্মীরা জানলেও কোনো পদক্ষেপ নেয়নি। তবে সংবাদ প্রকাশের পর দ্রুত নড়েচড়ে বসে বনবিভাগ।
এ বিষয়ে স্থানীয় পরিবেশকর্মীরা বলেন, “এভাবে নিয়মিত অভিযান চললে বনভূমি দখল অনেকটা কমে আসবে। সংবাদমাধ্যম ও বনবিভাগের এই সমন্বিত ভূমিকা পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss