
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়োগ রাজস্বখাতভুক্ত শূন্যপদ পূরণের লক্ষ্যে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩টি গ্রেডে (বেতন স্কেল ১১,০০০–২৬,৫৯০ টাকা) মোট ৪১৬৬ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদেরকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ ও জমা দেওয়া যাবে http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদন গ্রহণ শুরু হবে ১৪ নভেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে, এবং শেষ হবে ৩০ নভেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিটে।
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
প্রার্থীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
ফি প্রদান
অনলাইনে আবেদন ফরম পূরণের পর প্রদত্ত User ID ব্যবহার করে আবেদনকারীদের ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
অন্যান্য নির্দেশনা
আবেদন শেষে প্রার্থীরা Draft Applicant’s Copy সংরক্ষণ করবেন। প্রার্থীর তথ্য যাচাই-বাছাই শেষে লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র (Admit Card) পরবর্তীতে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানানো হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে অধিদপ্তরের সরকারি ওয়েবসাইট www.dpe.gov.bd তে।
বিজ্ঞপ্তি

🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss