
চকরিয়া উপজেলার পর্যটন জোন নিভৃত নিসর্গ পার্কে চকরিয়া পৌরসভার দুই কর্মচারীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে এ ঘটনায় পৌরসভার সড়ক বাতি ও লাইটিং ইন্সপেক্টর মো. রাজিফুল মোস্তফা এবং সহকারী মাহবুব আলম গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের নির্দেশে নিভৃত নিসর্গ পার্ক এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ করছিলেন তারা। কাজ চলাকালে হঠাৎ চিহ্নিত সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহতদের ফেলে রেখে পালিয়ে যায়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, রাজিফুল মোস্তফার অবস্থা আশঙ্কাজনক।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “সরকারি দায়িত্ব পালনের সময় কর্মচারীদের ওপর এ ধরনের হামলা অগ্রহণযোগ্য। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে চকরিয়া থানার ওসি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss