
কক্সবাজারের উখিয়া সদর বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৬টি দোকান ও ২টি ঘর। এ ঘটনা এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে৷ সোমবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উখিয়া কাঁচা বাজার সড়কের একটি লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস কাজ করে।
এরপর ধাপে ধাপে রামু, কক্সবাজার, টেকনাফসহ মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা দু‘ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় মোহাম্মদ আলী (৫৭) নামের এক কাপড় ব্যবসায়ী দগ্ধ হয়ে মারা গেছেন। তিনি সাতকানিয়া উপজেলার মৃদাখালী এলাকার মৃত আলী মিয়ার ছেলে এবং উখিয়া সদরে একটি বেডশিট ও পর্দার দোকানের মালিক ছিলেন। এ সময় ফায়ার সার্ভিসের এক কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
কক্সবাজার সদর ফায়ার সার্ভিসের কর্মকর্তা শফিক হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। উখিয়া, রামু, কক্সবাজার ও টেকনাফের মোট ১০টি ইউনিট মিলে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় আমাদের এক সহকর্মী আহত হয়েছেন। প্রাথমিকভাবে ১৬টি দোকান ও দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসরিন জেরিন জানান, দগ্ধ হয়ে মারা যাওয়া মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। এছাড়া আহত ১০ জনের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, একজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss