শনিবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে ‘শিশু ও নারীদের সুরক্ষায় যুব সম্প্রদায়ের সম্পৃক্ততা’ শীর্ষক তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, তারুণ্য মননে, তারুণ্য হৃদয়ে। তারুণ্য তোমার এনার্জি, তারুণ্য তোমার সুস্থতা, মনের, দেহের, হৃদয়ের, আত্মার। আমরা যে সাম্যের, ন্যায়ের, গণতন্ত্রের স্বপ্ন দেখি, সেই স্বপ্নের পথে হাঁটতে হাঁটতে তোমাদের তারুণ্যের দ্বারে এসে পৌঁছেছি।
উপদেষ্টা বলেন, আমরা তরুণ প্রজন্ম, এ সময়ের মুক্তিযোদ্ধা, আজ শপথ নিচ্ছি অন্যায়, দুর্নীতি, বৈষম্য, নারী ও শিশু নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করব আমাদের এই গ্রাম, শহর এবং প্রিয় মাতৃভূমিকে। অঙ্গীকার করছি, ভারসাম্যের সৃষ্টি করব পুরুষের আত্মশক্তি আর নারীর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে।