চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতাঃ
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ফজলুল কাদের (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুরে লোহাগাড়া হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মরহুম আলহাজ্ব ফজলুল কাদেরের বাড়ি পূর্ব বড় ভেওলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে চকরিয়া পৌরসভার তরছঘাট এলাকায় বসবাস করে আসছিলেন। তিনি ছিলেন এলাকার পরিচিত মুখ, একজন দানশীল, বিনয়ী ও মানবিক গুণে ভরপুর মানুষ। ব্যবসার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর ছিল সক্রিয় ভূমিকা।
তিনি চকরিয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল কাদের (কালা মনু), সাবেক চেয়ারম্যান শফিকুল কাদের এবং প্রয়াত চেয়ারম্যান নুরুল কাদেরের সহোদর ভাই। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ মরহুমের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন। তারা বলেন, ফজলুল কাদের ছিলেন এক নিবেদিতপ্রাণ সমাজসেবক, যার অবদান এলাকাবাসী দীর্ঘদিন স্মরণে রাখবে।
আল্লাহ তায়ালা মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—এই প্রার্থনাই সবার।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss