প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৬:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ২:৫১ পি.এম
ধৈর্য্য পরীক্ষা নয় যুদ্ধ বাঁধলে আফগানিস্তানের বৃদ্ধ ও যুবক উভয়ে লড়াবে -নুরুল্লাহ নুরি

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। যদিও সীমান্ত এখন শান্ত আছে তবে একে-অপরের বিরুদ্ধে কথার লড়াইয়ে লিপ্ত হয়েছে।
গত বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে পাক-আফগান প্রতিনিধিরা নতুন করে বৈঠকে বসেন। গতকাল শুক্রবারও আলোচনা হয়। তবে শনিবার জানা যায় এই আলোচনা ব্যর্থ হয়েছে।
পাকিস্তান যদি কোনো হামলা চালায় তাহলে এবং যুদ্ধ বাঁধে তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়েছেন উপজাতি ও সীমান্ত মন্ত্রী নুরুল্লাহ নুরি। তিনি বলেন, “আফগানদের ধৈর্য্য পরীক্ষা করবেন না। যদি যুদ্ধ বাঁধে আফগানিস্তানের বৃদ্ধ ও যুবক উভয়ে লড়াইয়ে যুক্ত হবে।”
এরআগে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেন আলোচনা নিয়ে পাকিস্তানের মধ্যে ‘সিরিয়াসনেসের অভাব’ রয়েছে। এছাড়া পাকিস্তানকে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আফগানিস্তানকে দায়ী করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জাবিহুল্লাহ। তিনি বলেন, আল্লাহ ও সাধারণ মানুষের সহায়তায় আফগানিস্তান তার ভৌগলিক অখণ্ডতা অক্ষুন্ন রাখবে।
তালেবান সরকার জানিয়েছে, সর্বশেষ আলোচনা ব্যর্থ হলেও যুদ্ধবিরতি অক্ষুন্ন থাকবে। অলোচনা ব্যর্থ হওয়ার জন্য পাকিস্তানের ‘অসহযটানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত ১৯ অক্টোবর কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসে দুই দেশের সরকার। এরপর ওইদিনই যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন,
বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss